Header Ads

জীবন খাতা - ছড়া কবিতা

জীবন নামের যন্ত্রটা
আসলে একটা খাতা
প্রতিদিন লেখা হচ্ছে
শেষ হচ্ছে পাতা।


তেল চালায় যন্ত্রটা
জীবন চালায় খাদ্য
বাধায় করা নিয়ম নীতি
জীবনটা যে বাধ্য।


ভাল-মন্দ, হাসি-কান্না
যুক্ত নিত্য কর্ম
শুরু হলে শেষ হওয়া
এটা খাতার ধর্ম।


সুজন স্বজন, বন্ধু আপন
দেহ প্রাণ আখি
জীবন খাতা ইতি টেনে
উড়াল দিবে পাখি।


সহস্র পাতায় বাধা খাতা
শূন্যে পড়ে রবে
নিত্য কর্মে লিপ্ত সবাই
স্মরণ কি আর হবে!


------

লেখাটি পাঠিয়েছেন:

মোঃ আলামিন
সহকারী শিক্ষক, সমাজবিজ্ঞান,
জে. বি. এম উচ্চ বিদ্যালয়, রুপসা, খুলনা

কোন মন্তব্য নেই

rajareddychadive থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.