মহান আল্লাহর দান - ছড়া কবিতা
এই যে ধরা মুগ্ধ করা
পাখপাখালির গান,
সবি যেন মহান প্রভুর
রহমতেরই দান।
সৃষ্টি তোমার অসীম আকাশ
সৃষ্টি আরো ভব,
তোমার নামে গায় গুণগান
সৃষ্টিকূলে সব।
রবের তরে নির্ঝরিণী
ঝরে অঝোর ঝর,
সেই নামেতে গাছগাছালি
জিকির করে ভর
রাত আকাশে নিঝুম তারা
প্রভুর ধ্যানে রয়,
সাগর নদী সেই নামেতে
যেন সদা বয়।
__________
কবিতা টি পাঠিয়েছে:
মুশফিকুর রহমান লিমন ,
সংগীত শিল্পী, সমাজকর্মী ও উদ্যোক্তা
বিপ্র আজগড়া, তেরখাদা, খুলনা।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন